উদ্বোধনের অপেক্ষায় সেজেগুজে প্রস্তুত ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন
বেস্ট কলকাতা নিউজ :সম্পূর্ণ হল ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী-পরিষেবা শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তুতি। এমনকি অত্যাধুনিক সাজে সেজে উঠেছে শিয়ালদহ স্টেশন। তবে এখনও পর্যন্ত অনিশ্চিত উদ্বোধনের দিনক্ষণ । প্রধানমন্ত্রীকে দিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল উদ্বোধন করাতে চায়। সে কারণেচিঠিও পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে । মেট্রোরেল সূত্রের খবর। সম্ভবত মে মাস থেকেই গড়াবে মেট্রোর চাকা তাঁর সবুজ সংকেত পেলেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে।
এক নজরে দেখে নেওয়া যাক ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের অন্দরসজ্জা কীরকম।
শিয়ালদহ স্টেশনে টিকিট কাউন্টার থাকছে ২৯টি।
২৯টির মধ্যে ৬টি কাউন্টার পূর্ব রেলওয়েকে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে লোকাল ট্রেনের টিকিট মিলবে।
এসক্যালেটর থাকছে ১৮টি। প্রাথমিক পর্যায়ে চালানো হবে ১২ টি।
লিফট থাকছে ৫টি। আপাতত চলবে ৩টি
৩ সেট পাবলিক টয়লেট থাকছে পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য
মেট্রো স্টেশনের গভীরতা ১৭.৩ মিটার।
গোটা স্টেশন চত্বর গড়ে উঠেছে ৩০ হাজার বর্গফুট এলাকা জুড়ে।
এর আগে কমিশনার অফ রেলওয়ে সেফটি ট্রেন চলাচলের ছাড়পত্র দিয়েছে কিছু শর্তসাপেক্ষে। মেট্রো কর্তৃপক্ষ সেই সব শর্ত পালনও করেছে। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের।