গ্রামের কিশোররা ইউটিউব দেখে ‘পাতালঘর’ তৈরি করল বর্ধমানে
বেস্ট কলকাতা নিউজ : বর্ধমান জেলার ভাতারের বিজয়পুর গ্রামের চার কিশোর অবাক করল ইউটিউব দেখে মাটির তলায় ঘর তৈরি করে । প্রত্যেকদিন বহু মানুষ ভিড় করছেন সেই ঘর দেখতেই।মাটির তলায় আস্ত একটি ঘর। তাও আবার তা তৈরি করা হয়েছে ইউটিউব দেখে। ভাতারের আমারুন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চার কিশোর যা ঘিরে এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। এখন প্রত্যেকটি মানুষের হাতে স্মার্ট মোবাইল। যা ঘিরে যুব সমাজের আসক্তিও বেড়েছে। তাতেই চার কিশোর ঘর তৈরি করতে শিখেছে ইউটিউব চ্যানেল দেখে ।
প্রথমে নামতে হবে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙ্গে । তবে তা মাটির নীচে। তারপরে রয়েছে বসার জায়গা। বাঁশের মাচা এবং ঘরের দেয়ালের মধ্যেও বেশকিছু ডিজাইনের আসবাব তৈরি করা হয়েছে। মাত্র সাতদিনে তৈরি হয়েছে এই মাটির ঘর। তাদের ঘর দেখতে এলাকার মানুষজন প্রতিদিনই ভিড় জমাচ্ছেন। তবে এলাকাবাসীদের মতে, মাটির নীচে ঘর। তাতে সতর্ক থাকতে হবে অনেকটাই। কারণ ওই ঘরটি রয়েছে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে। তাঁরা যে কোনও সময় বিষধর সাপ বা অন্য কোনও হিংস্র জন্তু থাকার আশঙ্কা করছেন সেই মাটির নীচে ঘরে হওয়ায়। তাদের অভিমত না জেনে ঘরের মধ্যে ঢুকলে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে বলে।