এবার লক্ষ্য দিল্লি’, ছুটি শেষে ফের প্রশান্ত কিশোরের I-I-PAC! প্রচারে নামছে এ রাজ্যের শাসকদলের হয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলা বাঁচানোর লড়াই ছিল একুশে। এবার মিশন দিল্লি। প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাক একমাসের ছুটি কাটিয়ে ফের তৃণমূলের হয়ে আসরে নামার অপেক্ষায়।যদিও, এখন আর পিকে (Prashant Kishor) এই সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন। পিকে গত ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই ঘোষণা করে দিয়েছিলেন, তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকতে চান না আই-প্যাকের সঙ্গে। তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার আরও যুক্তি ছিল, ‘ আমি ছাড়াও আরও অনেকে কঠোর পরিশ্রম করেন আই প্যাকে। আর আমার শুধু সুনাম হয়। তাই সময় এসেছে অন্যদের এগিয়ে দেওয়ার নিজে পিছিয়ে এসে।’ যদিও তাঁর বক্তব্যে স্পষ্ট নয়, তিনি পুরোপুরি I-PAC ছাড়বেন, নাকি পরামর্শদাতার ভূমিকা পালন করবেন আড়ালে থেকে। তবে, পিকে থাকুন বা না থাকুন, আগের মতোই কাজ চালিয়ে যাবে I-PAC।

২ মে রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের পরই এক মাসের সবেতন ছুটি দেওয়া হয়েছিল আই প্যাকের কর্মীদের। যা শেষ হয়েছে চলতি সপ্তাহে। সংস্থার কর্মীরা ফের মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। আপাতত তাঁরা নির্দেশের অপেক্ষায়। আই প্যাকের কর্মীদের আরও ধারণা, শনিবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকের পরই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যের শাসকদল আগামী দিনে কোন রণকৌশলে এগোবে। সেই মতোই তাঁদের কাজ করতে হবে। একুশের ভোটে তৃণমূলের জয় নিশ্চিত করতে আই প্যাকের প্রায় ৫০০ কর্মী দিনরাত কাজ করেছেন বাংলার প্রতিটি কোণে গিয়ে। সেটাও প্রায় ২ বছর ধরে। রাজনীতির কারবারিরা মনে করেন শাসকদলের সাফল্যের নেপথ্যে অনেকাংশে প্রশান্ত কিশোরের অধীনে কাজ করা এই কর্মীদের হাত রয়েছে বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *