বসতবাড়ি ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কাজে, অবশেষে ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা
বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতায় অসংখ্য বসতবাড়ি অবাধে ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কাজে । এর ফলে এক দিকে বিপদের আশঙ্কা যেমন থাকছে পুরসভা বা দমকলের ছাড়পত্র না থাকায়, অন্য দিকে আবার কলকাতা পুর কর্তৃপক্ষ বঞ্চিত হচ্ছেন বিপুল পরিমাণ রাজস্ব থেকেও।
বাণিজ্যিক কাজে বসতবাড়িকে ব্যবহারের ঘটনা যে শহর জুড়েই ঘটে চলেছে, পুর অধিবেশনে সম্প্রতি ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে সেই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরে তাঁরই প্রস্তাব অনুযায়ী মেয়র ফিরহাদ হাকিম পুরসভার কর ও রাজস্ব বিভাগকে নির্দেশ দিয়েছেন, ওয়ার্ডভিত্তিক পরিদর্শন চালিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে করখেলাপিদের বিরুদ্ধে ।
গত শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে বিশ্বরূপ এও বলেছিলেন, ‘‘কলকাতা পুরসভার অধীনে এমন অনেক বসতবাড়ি রয়েছে, যেগুলি ব্যবহৃত হচ্ছে পুরোপুরি বাণিজ্যিক কাজে। অথচ, ওই সমস্ত বাড়ির মালিকেরা পুরসভাকে কর দিচ্ছেন না সেই বাবদ ।