পাচারের আগে ৬ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত হল পেট্রাপোল সীমান্তে
বেস্ট কলকাতা নিউজ : ফের বড়সড় সাফল্য বিএসএফ-এর। পাচারের আগেই ৬.১৫ কোটি মূল্যের ১১.৬২ কেজি সোনা বাজেয়াপ্ত হল ভারত-বাংলাদেশ সীমান্তে। গ্রেফতার দুই পাচারকারী। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার (বিএসএফ)-এর অধীন কলকাতা সেক্টরের সজাগ জওয়ানরা তাঁদের সীমান্ত এলাকা থেকে দুটি আলাদা আলাদা ঘটনায় দুই ভারতীয় চোরাকারবারীকে গ্রেফতার করেন ৭৪ টি সোনার বিস্কুট এবং ৩ টি সোনার বার সহ । উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১১.৬২০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৬,১৫,১৮,১৫২ টাকা। বিএসএফ সূত্রে খবর, চোরাকারবারীরা বাংলাদেশ থেকে এই সোনার বিস্কুট ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল কর্তব্যরত জওয়ানদের ফাঁকি দিয়ে।বিএসএফ সূত্রে আরও খবর, ধৃতরা ফাঁস করেছে কয়েকজন বড় চোরাকারবারীর নামও। যাদের নাম গয়াসুদ্দিন মণ্ডল, সালাহউদ্দিন শেখ, মহিউদ্দিন শেখ। তারা সকলেই জয়ন্তীপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার করা সোনা হস্তান্তর করা হয়েছে কাস্টম অফিস পেট্রাপোলে।