কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ চাষীদের ক্ষতিপূরণ দেবে হিমঘরে রাখা দু লক্ষ প্যাকেট আলু নষ্টের কারণে
বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি আলুচাষীরা মেমারি ১ ব্লকের নিমো ১ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন তিরুপতি কোল্ড স্টোরেজে মজুদ দু লক্ষ প্যাকেট আলু নষ্ট হয়ে যাওয়ায়। এমনকি তারা সোচ্চার হয়েছিলেন ক্ষতিপূরণের দাবিতেও। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামতে হয়েছিল পুলিশ কেও । অবশেষে হিমঘর কর্তৃপক্ষ চাষিদের ক্ষতিপূরণ দেবার কথা জানাল দীর্ঘ টালবাহানার পর ।
হিমঘর কর্তৃপক্ষ চাষীদের দাবি মেনে নিতে বাধ্য হয় অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর । মেমারি ১ ব্লকের বিডিও আলি মহম্মদ ওয়ালিউল্লাহ নিজে ক্ষতিগ্রস্থ চাষি সহ অন্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছিলেন, নিয়ম মেনেই যাতে চাষিরা ক্ষতিপূরণ পায় তারা চেষ্টা চালাবেন সে বিষয়ে। জেলার অতিরিক্ত জেলাশাসক শানা আকতারের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় চাষীরা ক্ষতিপূরণ বাবদ ৯০০ টাকা প্রতি বস্তা ক্ষতিপূরণ পাবেন।
উল্লেখ্য, গত ২১ মে তিরুপতি কোল্ড স্টোরেজের ভূলে প্রায় ২ লক্ষ প্যাকেট আলু নষ্ট হয়ে যাবার অভিযোগ উঠেছিল। চাষীরা কোল্ড স্টোরেজের সামনেই রাস্তায় নষ্ট আলু ফেলে দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলেন ।