রবীন্দ্রনাথ ঘোষ জল পরিষেবা চালুর ব্যবস্থা করল কোচবিহার পৌর এলাকার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে
বেস্ট কলকাতা নিউজ : তোর্সা নদীর জল কে ব্যবহার করে কোচবিহার বীরেন কুন্ডু ওয়াটার প্রজেক্ট তৈরি করা হয়েছিল মূলত কোচবিহার পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পানীয় জল পরিষ্কার করার জন্য।২০২২ সালে পরিষেবা দেওয়ার জন্য চালু হয় এই প্রকল্পটি। কিন্তু তারপরেই কিছুটা সমস্যা তৈরি করেছিল বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায়। যে পাইপলাইন গুলি দিয়ে জল মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হতো নোংরা, আবর্জনা আটকে গিয়েছিল সেই পাইপলাইনে। এমনকি তা পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না জলের নাব্যতা অত্যন্ত বেশি থাকার কারণে । বুধবার জলের নাব্যতা অনেকটাই কমে আসে।
এদিন পাইপলাইন পরিষ্কার করে কোচবিহার পৌরসভা আবার জল পরিষেবা চালু করার ব্যবস্থা করল।এদিন নিজে দাঁড়িয়ে থেকে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সমস্ত কাজ খতিয়ে দেখেন। তিনি বলেন বন্যা পরিস্থিতির কারণেই পানীয় জল পরিষেবা ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল। আজ থেকে পুনরায় যে নিয়মে সময় ধরে পৌর এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছিল ঠিক একইভাবে করা হবে। পৌরসভার এই কাজের ফলে কোচবিহারের সাধারণ বাসিন্দারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে ।