পয়গম্বর বিতর্ক, নূপুর শর্মাকে তিরস্কার সুপ্রিম কোর্টের , ক্ষমা চাওয়ার নির্দেশ এমনকি দেশের কাছেও
বেস্ট কলকাতা নিউজ : সমগ্র ভারত উত্তাল হয়েছিল নূপুর শর্মার পয়গম্বর মন্তব্য বিতর্কে । এমনকি এফআইআরও দায়ের হয় দেশের একের পর এক থানায় । বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সেইসব মামলা দিল্লিতে স্থানান্তরের জন্য। দেশের শীর্ষ আদালত নূপুর শর্মাকে তিরস্কার করল সেই আবেদনের শুনানিতেই। সুপ্রিম কোর্ট মূলত তাঁকেই দায়ী করেছে ধর্মীয় আবেগে আঘাত করে দেশে অশান্তির পরিবেশ সৃষ্টির জন্য। এমনকি সুপ্রিম কোর্ট তাঁকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে গোটা দেশের কাছেও ।
আদালত এও জানিয়েছে, ‘দেশে যা ঘটছে তার জন্য এককভাবে দায়ী একমাত্র এই মহিলাই। তিনি এবং তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আগুন জ্বালিয়েছে গোটা দেশে । অভিযোগ ’জ্ঞানভাপি মসজিদ ইস্যুতে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বিতর্কের সময় মহা নবী প্রসঙ্গে নূপুর শর্মা বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে। এরপরই দেশজুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। এমনকি তা হিংসারও রূপ নিয়েছিল বাংলা সহ বিভিন্ন জায়গায়। মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশও দিল্লির তীব্র সমালোচনা করে। অবশেষে বিজেপি নূপুরকে বহিষ্কার করে। তাঁর বিরুদ্ধে এফআইআর হয় বিভিন্ন রাজ্যেও।
এদিকে শীর্ষ আদালতের মতে, মহা নবীর বিরুদ্ধে বহিষ্কৃত বিজেপি নেত্রীর মন্তব্য ‘সস্তা প্রচার, রাজনৈতিক এজেন্ডা বা কিছু জঘন্য কার্যকলাপের উদ্দেশ্যে’ করা হয়েছিল।শর্মার পক্ষে আদালতে সওয়ালকারী সিনিয়র অ্যাডভোকেট মনিন্দর সিং জানিয়েছিলেন যে, বহিষ্কৃত বিজেপি নেত্রী ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন নিজের মন্তব্যের জন্য। যার পরিপ্রেক্ষিতে আদালত জানান, ‘নূপুর শর্মার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল টিভি অনুষ্ঠানের মাধ্যমে।’