‘চাকরি চুরি’ হয়েছে স্কুলে! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। আসলে চাকরি চুরি হয়েছে শিক্ষক নিয়োগের সময় ! কলকাতা হাইকোর্টের বিচারপতি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন । তিনি এই মন্তব্য করলেন মূলত মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়া নিয়ে ।আসলে চাকরি চুরি করা হয়েছে SSC-তে। বিচারপতির আরও পর্যবেক্ষণ ‘ববিতা সরকারের চাকরি চুরি করা হয়’। নিয়োগ দুর্নীতিতে SSC কে নিয়ে এমনি পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
এর আগে সোনাদানা চুরির কথা শোনা গেছে। এমনকি পুকুর চুরির কথাও শোনা গেছে। এবার চাকরি চুরির কথা বললেন বিচারপতি। এসএসসি স্কুলে ‘চাকরি” চুরি করেছে ! বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।বিচারপতি এও বলেন ”সোনা, নগদ, পুকুর চুরি… আগেই শুনেছি, মন্ত্রী কন্যার নিয়োগ মামলায় আমরা সাক্ষী হলাম ‘চাকরি চুরি’র।” ববিতা সরকারের নির্দেশনামায় কড়া পর্যবেক্ষণ বিচারপতির।মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন কোনোরকম ইন্টারভিউ না দিয়েই। আর এর সঙ্গে যুক্ত আছে প্রথম সারির ক্রিমিনালরা। আদালতের এমনই পর্যবেক্ষণ।