নতুন বাংলা বছরের শুরু হল জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই , হাওয়া অফিসের কী আপডেট? জেনে নিন
বেস্ট কলকাতা নিউজ : মূলত রাজ্য জুড়ে তীব্র দাবদাহ কয়েকদিন ধরেই। তীব্র গরমে নাজেহাল শহরবাসী, কোনো উপায় নেই বাড়ি থেকে রাস্তায় বেরোনোর । গুমোট গরমে ঘেমেনেয়ে মানুষকে একসা হতে হচ্ছে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে আগামী ২০ তারিখ পর্যন্ত । পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই নিম্নচাপ অক্ষরেখার ফলে । শুধু তাই নয়, এর জেরে স্বস্তির বদলে দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তীব্র অস্বস্তি। উল্লেখ্য ,তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছিল পয়লা বৈশাখের দিন । এদিকে আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ১০ বছরে তাপমাত্রা ৪০ ছুঁয়েছিল শুধুমাত্র ২০১৬ সালের পয়লা বৈশাখেই। রবিবার সকাল থেকে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় গত ১০ বছরে দ্বিতীয়বার বছরের প্রথম দিন পয়লা বৈশাখে ৪০ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ।
এদিকে ‘লু’ বইবার আশঙ্কা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই । তাপমাত্রা ক্রমশ আরও বাড়বে।লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বিগত কয়েকদিন ধরে তুমুল তাপপ্রবাহ তীব্র নাজেহাল করে তুলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ কে ৷ কাঠফাটা রোদ আর গরম হাওয়া। গত কয়েকদিন ধরেই এমন আবহাওয়ার সাক্ষী থাকছে রাজ্যবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বইছে লু। জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু হল নতুন বাংলা বছর।