এক অভিনব ‘নববর্ষের পঞ্চম ব্যঞ্জন’ উপহার দিল ইইএমপি
শৌভিক ব্যানার্জি, কোলকাতা:- জনপ্রিয় সংস্থা ক্যাল কলিং টিভি-র সহায়তায় চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কোলকাতা জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান মঞ্চে এনভায়রনমেন্টাল এডুকেশন মিডিয়া প্রজেক্ট (ইইএমপি) উপহার দিল সঙ্গীত-নৃত্য মুখর এক মনোজ্ঞ সন্ধ্যা।নিশ এন্টারটেনমেন্ট-এর রূপ কল্পনায় ‘নববর্ষের পঞ্চম ব্যঞ্জন’ শীর্ষক অনুষ্ঠান হয়ে উঠেছিল বেশ আকর্ষণীয়।
ভারতীয় আধুনিক সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব রাহুল দেব বর্মন ওরফে পঞ্চম সুরারোপিত ‘মনে পড়ে রুবি রায়’ সহ বাংলা ও হিন্দী একাধিক গান ও নৃত্য পরিবেশন করেন নিশ এন্টারটেনমেন্ট-এর গায়ক গায়িকা ও নৃত্যশিল্পীগণ। উপস্থিত দর্শকদের এক সুরেলা নস্টালজিয়ায় আক্রান্ত করেছিলো। সমগ্র অনুষ্ঠানটা সুচারুরূপে গ্রন্থন করেছিলেন নিশ এন্টারটেনমেন্ট-এর প্রাণপুরুষ মিলিন্দ ওক।