শিলিগুড়িতে জলের সমস্যা ক্রমশই বেড়েই চলেছে যত দিন যাচ্ছে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যত দিন যাচ্ছে শিলিগুড়িতে বেড়েই চলেছে জলের সমস্যা।শিলিগুড়ির মোট 47টি ওয়ার্ডে জল একেবারেই আসছে না বললেই চলে।যাও বা আসছে প্রচুর সময় লাগছে জল নিতে। মানুষ এই প্রচণ্ড গরমে জল না পেয়ে একেবারেই দিশেহারা হয়ে পড়ছেন।কেউ কেউ সকাল হলেই জলের জারিকেন নিয়ে দৌড়ে যাচ্ছেন যদি কোথাও জল পাওয়া যায়।যদিও পানীয় জলের সমস্যা আজকের নয়। বহুবছর ধরেই চলছে এই সমস্যা। শিলিগুড়িতে বর্তমান সরকার আসার পরে এই নিয়ে দ্বিতীয়বার পানীয় জলের সমস্যা দেখা দিল। যদিও শিলিগুড়ি পুরসভাতে জলের বিভাগের দায়িত্বে যিনি আছেন সেই দুলাল দত্ত জানালেন শিলিগুড়ি পুরসভা চেষ্টা করছে যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যা মেটানো যায়। তবে এই প্রচণ্ড গরমে জল না পেয়ে প্রচণ্ড ক্ষুদ্ব সাধারন মানুষ।তারা জানিয়েছেন এই গরমে দৌড়ে গিয়েও মানুষ জল পাচ্ছেন না,অথচ কোন হুশই নেই পুরনিগমের। শিলিগুড়ির কয়েকটি ওয়ার্ড ছাড়া জল আসছে না কোন ওয়ার্ডেই। পুরভার জল বোরিং করে বিক্রি করছে প্রাইভেট সংস্থা এই অভিযোগ উঠছে।যদিও দায়িত্বে থাকা এম আই সি দুলাল দত্ত এই অভিযোগ মানতে নারাজ।তিনি জানিয়েছেন বাম আমল থেকেই চলছে এই সমস্যা,তবুও তৃণমূল এই বোর্ডে আসার পরে চেষ্টা করা হচ্ছে যাতে জলের সমস্যা মিটিয়ে ফেলা যায়। কিন্তুু আসল কথা হল কথা দিয়েও পানীয় জলের সমস্যা মেটাতে পারছে না শিলিগুড়ির তৃণমূল বোর্ড। আর এটা মেটাতে না পারলে যে বিতর্ক যে আরো বাড়বে এটা জানেন তারা।এই প্রচণ্ড গরমে পানীয় জল না পেয়ে ক্ষিপ্ত সাধারন মানুষ।তাই তৃণমূল বোর্ড চাইছে যত তাড়াতাড়ি হোক এই সমস্যা মিটিয়ে ফেলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *