নিশ্চিন্তে বিচরণ করছে বীরভূমের গোমাতারা’, অনুব্রত মণ্ডলকে অনুপমের বেনজির টিপ্পনি ভিডিও পোস্ট করে
বেস্ট কলকাতা নিউজ : বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুকে বেনজির টিপ্পনি ছুঁড়ে দিলেন গরু পাচার মামলায় কেষ্ট-কন্যা সুকন্যা গ্রেফতার হওয়ার পর । ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিজেপির এই নেতা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নজিরবিহীন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে কয়েকটি গরু ঘোরাঘুরি করছে একটি বাড়ির সামনে। অনুপমের দাবি ওই বাড়িটিই অনুব্রত মণ্ডলের বলেই । ওই ভিডিও-টি পোস্ট করে অনুপম লিখেছেন, ‘গতকাল সুকন্যা গ্রেফতার হওয়ার পর সেই বাড়ির সামনের ছবি। বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে
মূলত ,গরু পাচার মামলায় একাধিকবার তলবে হাজিরা এড়ালেও গলকাল সন্ধেয় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা দিল্লি গিয়েছিলেন ফের ডাক পেয়ে । কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই ইডি সুকন্যাকে গ্রেফতার করে। কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে সুকন্যা অনেক প্রশ্নেরই উত্তরই দিতে পারেননি। এরপরেই গতকাল সন্ধেয় ইডি তাঁকে গ্রেফতার করে।
এদিকে ,কেষ্ট-কন্যা গ্রেফতারের পর এদিন বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ক্ষমতার চূড়ায় থাকাকালীন যে বাড়ি ঘেরা থাকতো অসংখ্য পুলিশ দিয়ে, লেগে থাকতো মানুষের ভিড়, গতকাল কন্যা গ্রেফতার হওয়ার পর সেই বাড়ির সামনের ছবি…….বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে !!! তাই, “খেলা হবে”, “ভয়ংকর খেলা হবে” ইত্যাদি প্রলাপ বকে লাভ নেই… …”আসল খেলা” তো “সময়” খেলবে, ঠিক বুঝিয়ে দেবে – “কর্ম যেমন করবেন, ফল তেমনই ভোগ করতে হবে”… – কথাটি দলমত নির্বিশেষে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, ইতিহাস তার সাক্ষী !!!’
উল্লেখ্য, গত বছরের অগাস্ট মাসে সিবিআই গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কেষ্ট মণ্ডলকে। এমনকি দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই নামে-বেনামে অনুব্রত মণ্ডলের পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছে। মেয়ে সুকন্যা মণ্ডল ও প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামেও কেষ্ট বিপুল সম্পত্তির পাহাড় গড়েছেন। ওই সব সম্পত্তিই গরু পরাচারের টাকায় কেনা হয়েছে বলে দাবি ইডি ও সিবিআইয়ের। আপাতত অনুব্রত মণ্ডল বর্তমানে বন্দি রয়েছেন দিল্লির তিহাড় জেলেই ।