তরতাজা যুবকের প্রাণ গেল বিয়েতে এসেই, ফের কাঠগড়ায় কালিয়াগঞ্জ থানার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : এখনও বাড়িতে হলদে-লাল রঙা প্যান্ডেল খাটানো। কাল অবধি যে বাড়িতে হুল্লোড় করেছিলেন গোটা গ্রামের বাসিন্দা, বিয়ে বাড়ির ভোজ খেয়েছেন, আড্ডা মেরেছেন মধ্যরাতে । এখন চরম হাহাকার সেই বাড়িতেই । আত্মীয়ের বিয়েতে এসেছিলেন। তাঁকে বলি হতে হয়েছে ছাত্রী মৃত্যুতে উত্তপ্ত কালিয়াগঞ্জের পুলিশ বনাম গ্রামবাসীদের ‘লড়াই’য়ের । এমনটাই দাবি অন্তত প্রতিবেশীদের। পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ গ্রামবাসী তথা পরিবারের। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর রাত থেকে কালিয়াগঞ্জ আরও একবার উত্তপ্ত হয়ে উঠল।
মৃত্যুঞ্জয় বর্মন নামে নিহত ওই যুবকের পরিবারের দাবি, আদৌ তিনি কালিয়াগঞ্জের বিতর্কিত ইস্যুতে কোনওভাবেই জড়িত নন। তিনি কালিয়াগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে থাকেনই না। পেশায় ঠিকাদার মৃত্যুঞ্জয় কর্মসূত্রে ১৫-২০ বছর ধরে শিলিগুড়িতেই থাকেন। সে কথা জানিয়েছেন তাঁর মাও। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি বাড়ি ফিরেছিলেন। যদিও কালিয়াগঞ্জ উত্তপ্ত ছিল তার আগে থেকেই।