আগুন দাম সবজীর, চরম নাজেহাল সাধারন মানুষ
বেস্ট কলকাতা নিউজ : আগুন দাম সবজীর। কিনতে একেবারে নাজেহাল সাধারন মানুষ।আলু সহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে অনেকটাই আর তা কিনতে একেবারে নাজেহাল সাধারন মানুষ। নিত্য দরকার যে সব সবজীর সেই সব সবজীর এতটা দাম বেড়ে যাওয়ায় প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন স্থানীয় বাসিন্দারা। কি সকাল কি সন্ধ্যায় সবজী কিনতে গিয়ে একেবারে অর্ধেক ব্যাগ বাজার করে ফিরছেন সাধারন মানুষ। বাধ্য হয়ে মাছ এবং মাংশর দিকে ঝুকে পড়ছেন অনেকেই।কেন দাম বেড়েছে এত সবজীর,বিক্রেতারা জানিয়েছেন এবার বাইরে থেকে আসছে না সবজী সেভাবে তাই একটা সমস্যা থেকে যাচ্ছে। চাহিদার তুলনায় যোগান কম তাই বাড়ছে সবজীর দাম। শিলিগুড়ির মুখ্য কয়েকটি বাজার যেমন বিধান মার্কেট,সুভাষপল্লী এবং হায়দারপাড়া বাজার সব জায়গাতেই আগুন দাম বেড়েছে সবজীর।টমেটো,শষা এবং বেগুনের দাম তিনগুন বেড়েছে। বেড়ে গেছে লেবুর দামও। কবে কমবে সবজীর দাম? বিক্রেতারা জানিয়েছেন বর্ষা না আসলে সবজীর দাম কমবার কোন সম্ভাবনাই নেই।ততদিন ভুগতে হবে আপামর জনতাকে।