এবার বাতিল ২০০০ টাকার নোট! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? জেনে নিন
বেস্ট কলকাতা নিউজ : আপনার কাছে কি ২০০০ টাকার নোট রয়েছে? তাহলে একটু সাবধান। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। বাজারে আর মিলবে না ২০০০ টাকার নোট। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? আপনার কাছে যদি ২০০০ টাকার নোট থেকে থাকে তাহলে কী করবেন? কীভাবে বদলাবেন ? একটু জেনে নিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা।
অযথা আতঙ্কিত হবেন না। এই মুহূর্তে বাজারে ২০০০ টাকার নোট কোনোভাবেই বাতিল হচ্ছে না। ২৩ শে মে থেকে আপনি ব্যাঙ্কে গিয়ে আপনার কাছে থাকা ২০০০ টাকার নোট বদলে ১০০, ৫০০ বা ২০০ টাকার নোট নিয়ে নিতে পারেন। যদি ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট ডিপোজিট করেন তাহলে পরবর্তীকালে কিন্তু ২০০০ টাকার নোট ফেরত পাবেন না। তার বদলে আপনি যে কোনো নোটে টাকা নিতে পারেন। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বৈধ থাকবে। ২৩শে মে থেকে ব্যাঙ্কে একদিনে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদলে নেওয়ার সুযোগ রয়েছে। আরবিআইয়ের তরফ থেকে ২০০০ টাকার নোট বাজারে ছাড়তে বারণ করা হয়েছে।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?
গত চার বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেভাবে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। বর্তমানে ২০০০ টাকার নোটের অধিকাংশই ২০১৭ এর আগের। যার মধ্যে মাত্র ১০% বাজারে চালু রয়েছে। আর বাকি সব নোট তুলে নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৯৩৪ এর ২৪(১) নম্বর ধারা অনুযায়ী, নোট বাতিলের পর বাজারে ২০০০ টাকার নোট চালু করে। সেই সময় বাজারে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর ২০০০ টাকার নোটের চাহিদা ছিল। কিন্তু নতুন করে বাজারে ১০০ আর ৫০০ টাকার নোট ছেয়ে যেতেই ধীরে ধীরে চাহিদা কমতে থাকে। বিশেষ করে খুচরো বাজারে ২০০০ টাকার নোটের প্রয়োজনীয়তা কমতে থাকায় ২০১৮-১৯ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্ক এই নোট ছাপানো বন্ধ করে দেয়।
২০০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ হলেও ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছে থাকা ২০০০ টাকার নোট থাকলে খুব সহজেই তা আপনার অ্যাকাউন্টে জমা করতে পারেন কিংবা নোট বদলে নিতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, বাজার থেকে প্রায় ১৮১ কোটি ২০০০ এর নোট তুলে নেওয়া হবে। আপাতত শেষ আপডেট পর্যন্ত যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী, আপনি যদি ব্যাঙ্কে পুরনো ২০০০ টাকার নোট বদলাতে চান তাহলে নির্দিষ্ট ফরম্যাটে কিছু তথ্য চাওয়া হবে। প্রথমে বৈধ পরিচয়ের পত্রের সঙ্গে একটি ফটো দিয়ে সেই তথ্যগুলি সঠিক জায়গায় পূরণ করবেন। তারপর সেই কপি জমা দিতে হবে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে পুরনো নোট পরিবর্তন করতে পারবেন।