বাতিল ৩৮টি মেডিকেল কলেজের স্বীকৃতি, তালিকায় নেইতো আপনার সন্তানের কলেজের নাম?
বেস্ট কলকাতা নিউজ : ৩৮টি মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল, এই তালিকায় আপনার সন্তানের কলেজের নাম নেইতো? , ভবিষ্যৎ-এ স্বীকৃতি হারাতে পারে আরও ১০০টি মেডিক্যাল কলেজ। তাই জয়েন্টের রেজাল্টের পরে আপনার সন্তানকে ডাক্তারিতে ভর্তি করার আগে ভাল করে খোঁজ-খবর নিয়ে দেখুন তালিকায় নেই তো আপনার পছন্দের কলেজ?
নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় বাতিল করা হল দেশের ৩৮টি মেডিকেল কলেজের স্বীকৃতি। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) গত দুই মাসে সারা দেশে প্রায় ৩৮টি মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করেছে। র্যাডারে রয়েছে আরও শ’খানের মেডিক্যাল কলেজ। সরকারী সূত্র মঙ্গলবার জানিয়েছে যে তামিলনাড়ু, গুজরাট, অসম, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের আরও প্রায় ১০০ টি মেডিকেল কলেজের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে।
৩৮টি মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল, এই তালিকায় আপনার সন্তানের কলেজের নাম নেইতো? , ভবিষ্যৎ-এ স্বীকৃতি হারাতে পারে আরও ১০০টি মেডিক্যাল কলেজ। তাই জয়েন্টের রেজাল্টের পরে আপনার সন্তানকে ডাক্তারিতে ভর্তি করার আগে ভাল করে খোঁজ-খবর নিয়ে দেখুন তালিকায় নেই তো আপনার পছন্দের কলেজ?
নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় বাতিল করা হল দেশের ৩৮টি মেডিকেল কলেজের স্বীকৃতি। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) গত দুই মাসে সারা দেশে প্রায় ৩৮টি মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করেছে। র্যাডারে রয়েছে আরও শ’খানের মেডিক্যাল কলেজ। সরকারী সূত্র মঙ্গলবার জানিয়েছে যে তামিলনাড়ু, গুজরাট, অসম, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের আরও প্রায় ১০০ টি মেডিকেল কলেজের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে।