পঞ্চায়েত নির্বাচন চরম অনিশ্চিত বাংলায়, রাজ্যপাল ফেরত পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যপাল উদ্যোগ নিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সরিয়ে দেবার । মূলত রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশনের প্রধান পদে যোগ দিয়েছিলেন রাজভবনের সবুজ সংকেত পেয়ে। প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন পদে যোগদানের পর চিঠি দিয়ে সেটা জানাতে হয় নিয়োগ কর্তা রাজ্যপালকে। কমিশনারের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয় সেই চিঠি আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল গ্রহন করার পর। সেই প্রক্রিয়া মাঝ পথে থামিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, গ্রহন করলেন না কমিশনার পদে রাজীব সিনহার যোগদান পত্র।
উল্লেখ্য, বুধবারই হাইকোর্ট শুনানি চলাকালীন রাজ্যপাল মন্তব্য করে,” আপনার যদি মনে হয় দায়িত্ব পালন করতে পারছেন না তাহলে সরে যান কমিশনারের পদ থেকে ।” তবে তিনি নিজে থেকে আদৌ সরতেন কিনা ,রাজভবন তাকে রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দিতে বিশেষ তৎপর হলো সেই প্রশ্নের মীমাংসা হবার আগেই।