এবার রাজ্য শিক্ষা দফতরের বিশেষ পদক্ষেপ প্রাথমিক স্কুলে যৌন হেনস্থা রুখতে
বেস্ট কলকাতা নিউজ : কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ নতুন নয়। বিভিন্ন ক্ষেত্রেই উঠেছে একই ধরনের অভিযোগ। আর এবার প্রাথমিক স্কুলের ক্ষেত্রেও তৎপর রাজ্য প্রশাসন। যৌন হেনস্থা রুখতে বড় পদক্ষেপ গ্রহণ করল শিক্ষা দফতর। শিক্ষিকারা অভিযোগ করলে যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য এবার থেকে প্রাথমিক স্কুলগুলিতে আভ্যন্তরীণ কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সব জেলার প্রাথমিক শিক্ষা সংসদকে চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর। অবিলম্বে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।
কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা আটকাতে রয়েছে বিশাখা গাইডলাইন। সেই গাইডলাইন মেনেই ওই কমিটি কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় আইসিসি (কমিটি) প্রয়োজন। কোন জেলায় কোন স্কুলের কী পরিস্থিতি? কমিটি গঠন হল কি না, তা জানাতে হবে শিক্ষা দফতরকে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে সেইমতো নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টা অতি গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে নির্দেশ শিক্ষা দফতরের।