ক্যানসার নিয়ে গবেষনার জন্য কৃতিকে সম্বর্ধনা মেয়র গৌতম দেবের
শিলিগুড়ি : শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডের কৃতী ছেলে রাহুল ভট্টাচার্য ।ক্যান্সার নিয়ে নতুন দিশা দেবার সন্ধানে সে এখন ইজরায়েলে গবেষণারত । দেশ থেকে সুযোগ পাওয়া দুজনের মধ্যে সে একজন।আজ সে এক অনন্য জায়গাতে পৌছে গেছে। আজ তাকে সম্বর্ধনা দিলেন মেয়র গৌতম দেব। আজ সকালে তিনি বাড়িতে গিয়ে তার বাবা মাকে অভিনন্দন জানান প্রথমে।পরে রাহুলকে উত্তরিয় পড়িয়ে সম্বর্ধনা দিলেন। মেয়র জানালেন শিলিগুড়ির গর্ব রাহুল।ও যে কাজ করল তাতে ওর প্রাপ্য অনেক অনেক অভিনন্দন। আমি ওর উজ্জল ভবিষ্যত কামনা করছি। মেয়র আরো জানান ওর এই অভূতপূর্ব সাফল্য আমি গর্বিত । ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি । আমি ওকে জানিয়েছি ওর যা যা দরকার আমাকে জানাতে। আমি চেষ্টা করব আমি যদি সেটা করতে পারি নিজেকে গর্বিত মনে করব। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং সদস্যরা।