পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে মহিলারা বিক্ষোভ দেখালেন নিকাশি নালা তৈরির দাবিতে
বেস্ট কলকাতা নিউজ : নোঙরা জল দিনেরপর দিন বয়ে চলেছে গ্রামের রাস্তার উপর দিয়ে। থিকথিকে নোংরা কাদাও জমে রয়েছে সারা রাস্তায়। যা ডিঙিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে প্রায়শই।এই অবস্থায় পঞ্চায়েত নিকাশি নালা তৈরি না করেই হাত লাগিয়েছে গ্রামের রাস্তা সম্প্রসারণের কাজে। এলাকার মহিলারা এর প্রতিবাদ করে রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়ে।আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মানকানালি গ্রাম পঞ্চায়েতের খিলকানালি গ্রামে। একাধিক টিউবয়েল রয়েছে গ্রামের রাস্তার ধারে। একটি পুকুরও রয়েছে রাস্তার উপরে। এই পুকুর ও টিউবওয়েলের জল আগে গ্রামের বাইরে বেরিয়ে যেত একটি নর্দমা দিয়ে। গ্রামবাসীদের দাবি মানকানালি খিলকানালি গ্রামের বাসিন্দা ত্রিবেনী বাউরী গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্ব পাওয়ার পর ওই নর্দমা বন্ধ করে দেওয়া হয়। ফলে এখন রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে টউবওয়েল ও পুকুরের জল।