ক্যান্টিনের জন্য উচ্ছেদ মনিষীদের মুর্তি, তীব্র অসন্তোষ মানুষের মধ্যে
শিলিগুড়ি : ক্যান্টিন তৈরী হবে তাই জায়গা ছাড়তে হল দশ জন মনিষীদের। শিলিগুড়ির সূর্যসেন পার্কের ঘটনা। কারন কি সেখানে বসবে ক্যান্টিন। সূর্যসেন পার্ককে ঢেলে সাজিয়ে তোলা হচ্ছে,সেই কারনে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে নতুনভাবে তৈরী করা হচ্ছে উদ্যান। যার কারনে বাদ পড়ে গেছে এই সব মনিষীদের মুর্তি।এর জন্য বরাদ করা হয়েছে তিন কোটি টাকার কাছাকাছি। এই বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েন এটা একেবারেই ভুল ধারনা যেখানে মনিষীদের মুর্তি আছে তাদের একেবারেই সম্মান দেখানো যাচ্ছে না, তাই আমরা ওই মুর্তিগুলোকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, যাতে ওই মুর্তিগুলি ঠিকমতো সম্মান পায়।এই নিয়েই অসন্তোষ তৈরী হয়েছে জনমানসে।
বাসিন্দারা এও জানিয়েছেন, যদি সেটাই সত্যি হয় তবে কেন ওই মুর্তি বসানো হয়েছিল? একজনকে রেখে ওই কাজগুলি করা যেতো। সরিয়ে দেবার আগে ভাবা উচিত ছিল। এখান থেকে সরিয়ে অন্য জায়গাতে থাকবে মুর্তি, কে বলতে পারে ওইখানেও ওই মুর্তিগুলি যথাযথ সম্মান পাবে। এটাতে তো ছোট ছোট ছেলেমেয়েদের মনেও একটা বিরুপ প্রতিক্রিয়া তৈরী হবে। এই নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য এবং বিধায়ক শঙ্কর ঘোষ। তারা জানিয়েছেন এটা তো হবার ছিল, তৃণমূল পরিচালিত পুরনিগম এই কাজগুলি ভালোভাবে করে। তাই এই অবস্থা। আমাদের দাবী যেখানে ছিল মুর্তিগুলি ওখানেই রাখা হোক। একজনকে দায়িত্ব দেওয়া হোক। আবার ওইখানেই মুর্তিগুলি প্রতিস্থাপন করা হোক।