নদীর পাড় কাটার লাগাতার অভিযোগ গড়চুমুকে, অভিযুক্ত খোদ রিসোর্ট মালিক
বেস্ট কলকাতা নিউজ : জলের প্রয়োজন রিসর্টে। সেই কারণে দামোদরের পাড় কেটে সেই জল রিসর্টে আনছিল মালিক। এই অভিযোগে প্রশ্ন করতেই মালিকের স্ত্রী-র সাফ উত্তর, “বেরিয়ে যান, নয়ত কুকুর ছেড়ে দেব।” উল্লেখ্য ,হাওড়া শ্যামপুর ২ নম্বর ব্লকের গড়চুমুক এই এলাকায় দামোদরের ধারে রিসর্ট তৈরি করেছেন এলাকারই এক ব্যবসায়ী দুলাল দাস। অভিযোগ, তিনি রিসর্টের বাগানের গাছে জল দেওয়ার নাম করে নদীর পাড় কাটছেন। শুধু তাই নয়, পাড় কেটে নদীকে রিসর্টের কাছে আনারও চেষ্টা করছেন। এলাকার প্রশাসনের নির্দেশ ছাড়াই কীভাবে এই কাজ করছেন প্রশ্ন করতেই মালিকের স্ত্রী কার্যত ক্ষুব্ধ হয়ে উঠলেন। সাংবাদিকদের হুমকি দিয়ে এও বললেন, “রিসোর্ট থেকে বেড়িয়ে যান। নচেত কুকুর ছেড়ে দেব।”
এদিকে ব্যবসায়ী দুলাল দাসের স্ত্রীর এই ব্যবহারে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আতিয়ার খান বলেন, “ওই নদীর চড় বাবুর জায়গা। রিসর্ট থেকে যাতে নদীতে দেখা যায় সেই কারণে বোধহয়। তবে আমি অত বলতে পারব না।” শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নদেবাসী জানা বলেন, “ঘটনার কথা আমি জানতাম না। আমি বিডিও এবং বিএলআরও কে জানাব। যদি এইভাবে কেউ নদীর পাড় কাটে তাহলে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।