প্রবল কনকনে ঠান্ডায় ভীড় ক্রমশ উপচে পড়েছে শৈলশহর দার্জিলিং এ
নিজস্ব সংবাদদাতা : তাপমাত্রা কমে দাড়িয়েছে ছয় ডিগ্রীর নীচে। এদিন সকাল থেকেই প্রবল ঠান্ডা হাওয়া এবং মেঘলা আবহাওয়া কাপিয়ে দেয় শৈলশহরকে। আজ থেকে আরো তিনদিন কমতে থাকবে শৈলশহরের তাপমাত্রা। এত ঠান্ডার কারনে একফোটা ভীড় কমে নি শৈলশহরে। ঠান্ডায় তিনগুন মানুষ উপচে পড়েছেন দার্জিলিং এ। কি হোটের কি টুরিষ্ট লজ ভীড় উপচে পড়ছে। টাইগার হিল এবং ম্যালে ভীড় আজ ভোর থেকেই গায়ে তিনটে জ্যাকেট জড়িয়ে মোবাইল সহ পর্যটকদের ভীড় বেড়েছে এপার থেকে ওপার। দার্জিলিং এর হোটেলগুলিতে লাগিয়ে দেওয়া হয়েছে গিজার এবং হিটার। ভীড় সামলাতে নিরাকার রক্ষী রাখা হয়েছে দার্জিলিং এ। দার্জিলিং এর খাবার দোকানগুলিতে কফি এবং চায়ের জন্য ভীড় সামলাতে পারছেন না হোটেল কর্মীরা। এবারের ঠান্ডায় কাবু হয়েছেন সাধারন মানুষ থেকে পর্যটকেরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে ঠান্ডার প্রকোপ বাড়বে শৈলশহরে। তবে ঠাণ্ডার মজা নিতে অনেক পর্যটক দুবার করে পৌছে গেছেন শৈলশহরে।