অয়ন মোদক ,শিলিগুড়ির নতুন পর্যটন শিল্পের উদয়ীমান এক প্রতিনিধি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : অয়ন মোদক।শিলিগুড়ির নতুন পর্যটন শিল্পের উদয়ীমান প্রতিনিধি।তার নিজের Az cabs and টু্রস এখন শিলিগুড়িই নয় কলকাতার মানুষের মুখেও শোনা যায়।এত কম বয়োসে এতখানি করলেন কিভাবে।অয়ন জানালেন আমার ছোটবেলা থেকেই ঘুরতে ভালো লাগে।আমি তাই এই ব্যাপারটিকে আমার উপার্জনের রাস্তায় নিয়ে আসলাম।অয়নের কাছে বিদেশ থেকেও মানুষ আসেন পাহাড়ের জন্য।অয়ন জানালেন এখন শুধুমাত্র পাহাড়েই নয় উত্তরবঙ্গের সমতলেও মানুষ আসেন ঘুরতে।বিশেষ করে গজলডোবা এবং ডুয়ার্স বাইরের লোকেদের কাছে আকর্ষন কম নয়।অয়ন জানালেন আগে কোভিডের জন্য অনেকদিন মানুষ ঘুরতে আসেন নি। করোনা মানুষের কাছে যখন আতঙ্ক হয়ে গিয়েছিল। আবার সবকিছু শুরু হয়ে যাওয়াতে মানুষ আসছেন বেড়াতে।আমি মানুষকে অনেক কম দামে বেড়াতে যাবার সুযোগ করে দিচ্ছি। শিলিগুড়ির আশ্রমপাড়ার 14নং ওয়ার্ডে অয়নের বাড়ি।সেখানেই অফিস তার।কলকাতাতে জন্ম হলেও অয়ন এখন শিলিগুড়িতেই থাকেন। তাই আমার কাছে পাহাড়ের কাজ করাটা অনেক সুবিধা আছে।আগামীতে আমার কলকাতাতেও অফিস করবার ইচ্ছা আছে।যেটা আমি করবো।যাতে মানুষ কলকাতা থেকেই পাহাড়ে আসবার সূযোগ পান। এই বয়োসেই কিভাবে এত সাফল্য অয়ন জানালেন আমি প্রচুর পরিশ্রম করি।আর তাই আমার কাছে দৌড়াদৌড়ি করাটা কোন সমস্যা নেই।অয়ন জানালেন শিলিগুড়িতে মানুষ আসেন বেড়াতে,আর শিলিগুড়ি বিখ্যাত এই কারনেই।তাই আমি শিলিগুড়ির বুকে পর্যটনকেন্দ্রকে এগিয়ে নিয়ে যেতে চাই।জানিয়ে দিলেন শিলিগুড়ির ২৬ বছরের তরুন ব্যাবসায়ী অয়ন মোদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *