শিলিগুড়িতে অনুষ্ঠিত হল রাহুল গান্ধীর “ভারত ন্যায় যাত্রার” বিশেষ পদযাত্রা
শিলিগুড়ি: শিলিগুড়িতে অনুষ্ঠিত হল। এদিন ঠিক দুপুর একটার সময় কংগ্রেস সভাপতি ন্যায় যাত্রার সূচনা করেন।তিনি আজকে জানান আমাদের দেশ মহাসঙ্কটে আছে তাই আজকে তার দরকার নতুন প্রজন্মের হাত বাড়িয়ে তোলা। কারন বিজেপীকে আটকে রাখতে দরকার নতুন প্রজন্ম যারাই একমাত্র নতুন ভারতের সূচনা করবে। আমাদের দেশ এখন মহাসঙ্কটে চলছে। বিজেপী দেশকে ভুল পথে নিয়ে চলেছে তাই আমাদের সঠিকভাবে পথ অবলম্বন করতে হবে। কারন দেশের ভবিষ্যত এই সব মানুষের হাত দিয়েই এগিয়ে যাবে। আমরা জানি ধর্মের সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছে বিজেপী। যেটা থেকে মুক্তি লাভ করা একেবারেই সম্ভব নয়। তাই আমরা সংগবদ্ব হয়ে এগিয়ে যাব। যাতে একেবারেই নীচের মানুষের জন্য কিছু করতে পারি।
স্বাধীনতার পর থেকেই কংগ্রেস দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই কংগ্রেস জানে কোনটা ভালো এবং কোনটা খারাপ। আমাদের দলের মানুষেরা দেশের জন্য নিজেদের প্রান বিসর্জন দিয়েছেন। তাই আমাদের কিছু বোঝানো মানে বোকামি ছাড়া আর কিছুই নয়। আগামীতে কংগ্রেস আসবে দেশের জন্য এবং দেশকে শাসন করবে বলে জানান রাহুল গান্ধী। আমাদের দরকার ঐক্যবদ্ধ ভারত সেই কারনেই আমি এই ন্যায় যাত্রায় নেমেছি। যেখান থেকে ভারতবর্ষকে উদ্বার করা যাবে। এদিন রাহুল গান্ধীর সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন রাহুল গান্ধী শিলিগুড়ি থেকে ইসলামপুরে যাবেন। এবং সেখানে রাত্রীবাস করবেন। সেখান থেকে দিল্লী যাবার কথা এই যুব কংগ্রেস নেতার।