লোকসভা নির্বাচনের আগে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়, দার্জিলিং জেলা থেকে অংশ নিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনের আগে দল কতটা তৈরী এবং কি কি করনীয় তা নিয়ে আজ দলীয় নেতৃত্বের সাথে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দোপাধ্যায়। এবং দার্জিলিং জেলা থেকে অংশ নিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ জেলা অফিসে বসে ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন দার্জিলিং জেলা সভাপতি। সামনেই নির্বাচন তাই দলের কি কি করনীয় তা নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দোপাধ্যায়। বেশ কিছু সময় নিয়ে আলোচনা করে আগামী নির্বাচনের আগে কিভাবে দলের নেতৃত্বকে তৈরী হতে হবে সেটা নিয়েও আলোচনা হল এই মিটিং এ। জানা গেছে অভিষেক বন্দোপাধ্যায় সর্ব দল মিলিয়ে নির্বাচনের আগে দলীয় কর্মীদের নিয়ে ঝাপিয়ে পড়বার নির্দেশ দেন। বিজেপীর কি কি পরিকল্পনা থাকতে পারে এবং কিভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে যেতে হবে সেটা নিয়েও ভিডিও কনফারেনস্ এ কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায়।
এদিকে ভার্চুয়াল বৈঠক শেষে জেলা সভাপতি জানান আগামী লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের নিয়ে ঝাপিয়ে পড়বার নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জী। আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে কোনভাবেই কোন ধরনের মতবিরোধ রাখা যাবে না। বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছায়ায় মানুষ যে ভালো আছে সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে বিজেপীকে। আমাদের কাজ এখন শুধু দলের নির্দেশ মেনে নিয়ে কাজ করে যাওয়া।এখন শুধুমাত্র সময় এর অপেক্ষা। আমাদের সবাইকে এখন দলের কাজে নেমে পড়তে হবে। এদিন জেলা সভাপতি আরো জানান দলের কর্মীরা দলের সম্পদ তাই কর্মীদের পরামর্শ নিতে হবে আমাদের। এদিন জেলা সভাপতি আরো জানান আর বেশীদিন দেরী নেই লোকসভা নির্বাচনের।আমাদের এখনই আসল সময় দলের কাজে ঝাপিয়ে পড়ার ।