বিদেশি সিগারেট উদ্ধার বাঁশ বোঝাই কন্টেনারের ভিতরে, ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে
বেস্ট কলকাতা নিউজ : কন্টেনারে বোঝাই ছিল বাঁশ। উপর থেকে দেখলে বোঝার উপায় নেই এর ভিতরেও কিছু লুকিয়ে রাখা থাকতে পারে। কিন্তু সেই বাঁশের আড়ালে ছিল বিদেশি সিগারেট। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। গোটা ঘটনায় গ্রেফতার দু’জন। চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। জানা গিয়েছে, কন্টেনারের ভিতরটিতে থরে থরে সাজানো ছিল বাঁশ। আর সেই বাঁশের ভেতর থেকে উদ্ধার হল ৬৬ কা বিদেশী সিগারেট। যার বাজার মূল্য ২০ থেকে ২৫ লক্ষ টাকা বলে দাবি পুলিশের।
মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় সড়কে বাঁশ বোঝাই একটি কন্টেনার আটক করা হয়। তার ভিতর তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বাঁশ সরাতেই বেরিয়ে আসে কার্টুন ভর্তি বিদেশি সিগারেট। জানা গিয়েছে,বাঁশ বোঝাই কন্টেইনারটি অসম থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মায়ানমার হয়ে এত বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ভারতে ঢুকেছে। পুলিশ সিগারেটগুলি উদ্ধার করার পর পুড়িয়ে দিয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অবশেষে বুধবার তাদের হাজির করা হয় জলপাইগুড়ি আদালতে।