IPS অংশিকা ভার্মা আইপিএস পরীক্ষায় চূড়ান্ত সফল হন কোনও রকম কোচিং ছাড়াই , জানুন তার বেতন সম্পর্কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আইপিএস বা আইএএস হওয়া মুখের কথা নয়। ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে অনেকের এক বা দু বছরের বেশি সময় লেগে যায়। অনেকেই দিনের পর দিন কোচিং ক্লাস করে তবেই সাফল্য পান পরীক্ষায়। তবে নয়ডার বাসিন্দা আইপিএস অংশিকা ভার্মার গল্পটা অনেকের থেকেই আলাদা। প্রথম বারে সফল না হলেও দ্বিতীয়বারে সফল হন অংশিকা। তবে কোনও কোচিং কখনও নেননি তিনি। বর্তমানে উত্তর প্রদেশের গোরক্ষপুরে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে কর্মরত তিনি।

বর্তমানে আইপিএস হলেও আগে তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কিন্তু সিভিল সার্ভিসের প্রতি তাঁর আকর্ষণ ছিল বরাবরই। প্রয়াগরাজে জন্ম অংশিকার। নয়ডা থেকে পড়াশোনা করার পর বি টেক ডিগ্রি অর্জন করেন অংশিকা।

পরে ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ২০২০ সালে পরীক্ষায় তাঁর র‌্যাঙ্ক হয় ১৩৬। এরপরই স্বপ্ন সত্যি হয় অংশিকার। তিনি উত্তর প্রদেশ ক্যাডারের ২০২১ সালের ব্যাচ। যেভাবে একটা ডিগ্রি থাকার পরও নিজের স্বপ্নের পিছনে দৌড়েছেন অংশিকা, তা অনুপ্রেরণা দেয় অনেককেই।

অনেকেই জানেন না আইপিএস অফিসাররা ঠিক কত বেতন পান। এই বিষয়ে কৌতূহল আছে অনেকের। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, একজন আইপিএস অফিসারের বেতন মাসে ৬৪ হাজার টাকা। হাতে পান ৫৪ হাজার টাকা। এরপর র‌্যাঙ্ক অনুযায়ী বাড়তে থাকে বেতন। উল্লেখ্য আইপিএস অফিসারের সর্বোচ্চ পদ হল ডিজি। এই পদে বেতন হয় প্রায় ২ লক্ষ ২৫ হাজার। এছাড়া বাসস্থান, পরিবহনের খরচ পান অফিসাররাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *