একদিনে কনকনে ঠাণ্ডার মধ্যেই শিলাবৃষ্টি নামলো উত্তর বঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : একে ঠাণ্ডা তার উপর দোসর শিলাবৃষ্টি, আর তার জেরেই প্রবল শীতে একরকম কাঁপছে গোটা উত্তরবঙ্গ। এমনটাই ছবি ফুটে উঠেছে শিলিগুড়ি থেকে। এক রকম প্রবল বেগে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের এই জেলায়। জলে টইটুম্বুর রাস্তা ঘাটও । বৃষ্টির বেগ এতটাই প্রবল যে দেখলে বোঝা যাবে না যে এটা শীতকাল না কি ভরা বর্ষার মরশুমের বৃষ্টি।উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী । কিন্তু সেই বৃষ্টি যে বজ্রবিদ্যুৎসহ এমন বৃষ্টি হবে তেমন কোনো পূর্বাভাস ছিল না। কিন্তু শিলিগুড়ির শহরাঞ্চলে সেটাই হচ্ছে। শিলিগুড়িতে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬।৭ ডিগ্রি সেলসিয়াস। কোনো রকম বৃষ্টি ছিল না সকালের দিকে। আকাশ ছিল মেঘলা।ঝেঁপে বৃষ্টি শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। শিলাবৃষ্টিও শুরু হয় তার কিছুক্ষণের মধ্যেই। রীতিমত বড় বড় শিল পড়ছে সেখানে। কয়েকজনকে রাস্তায় পড়ে থাকা শিল দিয়ে বরফ মানুষ বানানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে।আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র উত্তর বঙ্গ জুড়েই। জলপাইগুড়ির তাপমাত্রা ৮।৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙের তাপমাত্রা ৪।৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ১।৪ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার ও মালদহের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৮।৪, ১১।১ ডিগ্রি সেলসিয়াস। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ৯।০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছেছে।