হঠাৎ করে বৃষ্টি নামলো শিলিগুড়িতে, মাটি হয়ে গেল বাংলার নতুন বছরের প্রথম দিনের আনন্দ
শিলিগুড়ি : সারা দিন ভালোই কেটেছিল, কিন্তুু সন্ধ্যা হতেই আকাশ কালো করে বৃষ্টি নামল শিলিগুড়িতে। বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নামল শিলিগুড়িতে সন্ধ্যা হতেই। আনন্দ মাটি হয়ে গেল পয়লা বৈশাখের। সন্ধ্যায় অনেকেই হালখাতা করতে বাইরে বেরিয়েছেন, কিংবা হঠাৎ করে বের হবেন। কিন্তুু হঠাৎ করে বৃষ্টি মাটি করে দিল সবকিছু। সন্ধ্যায় অনেক দোকান খাবারের ষ্টল দিয়েছিল তাদের নিয়মিত খদ্দের দের জন্য। কিন্তুু সব আনন্দ মাটি করে দিল বৃষ্টি। সাথে সাথে বজ্রপাতের কারনে তড়িঘড়ি করে সব মানুষ ঘরের দিকে রওনা দিয়ে দেন। অনেক দোকানই সাজিয়ে গুছিয়ে নিয়েছিল সন্ধ্যায় ভালো বিক্রি হবে সেই কারনে। কিন্তুু বাদ সাধল বৃষ্টি। আর বছরের প্রথম দিনটি একেবারে মুখ গোমড়া করেই বাড়ি ফিরলেন সবাই। সবকিছু যেন হয়েও হয়ে উঠল না বাঙালির এই উৎসবের দিনটিতে। বৃষ্টি এসে গোলমাল করে দিল সবকিছুই।