পাহাড়ের ধসের কারনে ব্যাবসা ক্রমশ কমছে শিলিগুড়িতে
শিলিগুড়ি : সিকিম সহ গোটা পাহাড় ধসে আক্রান্ত।একেবারে বন্ধ পর্যটক দের ওঠা নামা তাই আপাতত বন্ধ হয়ে আছে পর্যটক দের যাত্রা। সিকিম সহ গোটা দার্জিলিং এখন পর্যটক শুন্য বলা চলে। যারা ছিলেন চলে যেতে পারলে বেচে যান। সিকিম একেবারে পর্যটক শূন্য করে দিতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। সিকিমের বিভিন্ন এলাকার রাস্তা একেবারেই বন্ধ হয়ে আছে ধস নামার কারনে। এর উপরে বিভিন্ন এলাকাজুড়ে ধস এবং গাছ পড়ে যাওয়ায় অবস্থা আরো কঠিন হয়ে দাড়িয়ে গেছে। সবচাইতে খারাপ এবং বিপদ্জনক অবস্থা উত্তর সিকিমে,দুটি ব্রীজ ভেঙে যাওয়ার কারনে জনজীবন একেবারেই বিপর্যসত। পাড়াপার করতে না পারায় অবস্থা আরো সঙ্গীন হয়ে দাড়িয়েছে। পর্যটকেরা এখনো বিভিন্ন জায়গায় আটকে পড়ে আছেন। সকাল এবং বিকেল দুবেলাই সেনাবাহিনীর গাড়ি পর্যটক দের পৌছে দিচ্ছে সমতলে। এখনো সাড়ে নশো পর্যটক আটকে আছেন রংপোতে। এছারাও আরো সাড়ে তিন হাজার পর্যটক আটকে আছেন বিভিন্ন জায়গাতে।
এদিকে সিকিমের ছটি ব্রীজ এখনো সারাই না হবার কারনে লোকজন চলাচল করতে পারছেন না। সরকারের তরফ থেকে বারবার মাইকে জানিয়ে দেওয়া হচ্ছে উপযুক্ত সময় না আসলে এই চলাচল শুরু করা যাবে না। এখনো এনজেপীর আশেপাশে সিকিম ফেরত পর্যটক আটকে আছেন প্রায় সাড়ে সাতশো। আবহাওয়ার উন্নতি না হলে কোনভাবেই আর পর্যটকেরা যাতে সিকিমে না আসেন সেই বিজ্ঞপ্তি জারী করতে চলেছে প্রশাসন। এবার সিকিমের পরিস্থিতি গত দুবারের তুলনায় আরো ভয়ানক হয়ে যাওয়ায় এই বিজ্ঞপ্তি জারী করা হল বলে জানিয়েছে প্রশাসন।