মোবাইল এবং ইন্টারনেটের যুগে মুছে গেল “রেডিও” ফিরবে কি আবার?
নিজস্ব সংবাদদাতা : একসময় ছিল নিত্যসঙ্গী আর এখন বাড়ির এক কোনায় পড়ে আছে একসময় রোজ ব্যাবহার করা মানুষের একমাত্র সঙ্গী রেডিওর। এখন মোবাইল এবং ইন্টারনেটের সময় কি লাগে রেডিও। এখন কে সময় নষ্ট করবে, অথচ এক সময় ” আকাশবানী শিলিগুড়ি ” শুনতে পাগল ছিল মানুষ। কি হিন্দি গান কি খেলা, শীতকালে বাবা জেঠুদের দেখা যেত দুপুরে খেয়ে কমলালেবু নিয়ে ভারত অষ্ট্রেলিয়ার খেলা শুনছেন। সারা বছরে এখন মানুষ একটা দিনের জন্যই রেডিও শোনেন সেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কারনে সেটা হল “মহালয়া ” বাকি সময় রেডিও পড়ে থাকে টেবিলের এক কোনায়। এখন কেউ টিভিই যেখানে দেখতে চান না সেখানে রেডিও? নতুন প্রজন্ম ের কাছে রেডিও শোনা মানেই সময় নষ্ট করা। এখন তো বসার সময় নেই মানুষের কাছে,আবার রেডিও শোনা, রেডিওর দোকানেও ভীড় থাকে না বললেই চলে। কবে কে রেডিও কিনতে আসবেন বছরে সেটাই এখন আলোচনা হয় সবার মধ্যে। আধুনিক যুগে ব্রাত্য হয়ে থাকা রেডিওর উজ্জ্বলতা যে কোনদিন ফিরবে না সেও জানেন অনেকেই। তবে আর কিছু থাকুক বা না থাকুক ঐতিহ্য তো আছে। আপাতত সেটা নিয়েই লড়াই করতে চান রেডিও প্রেমিকেরা।