মেটাতে পারেনি পাহাড় প্রমাণ বিল, হাসপাতালের কর্মীরাই পিটিয়ে মারল রোগীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দাবি মতো রোগীর পরিবার মেটাতে পারেনি হাসপাতালের পাহাড় প্রমাণ বিল। তাই হাসপাতালেরই কর্মীরা পিটিয়ে মার রোগীকে। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের কোয়ারসি বাইপাস এলাকার একটি হাসপাতালে। মৃত ব্যক্তির নাম সুলতান খান। পেশায় দিনমজুর সুলতান বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন প্রস্রাবের সমস্যায়। তাই ভাইপো চমনকে নিয়ে তিনি চিকিত্‍সা করাতে আসেন ওই হাসপাতালে। চিকিত্‍সার খরচ কেমন পড়তে পারে তা চমন জানতে চান কাকাকে ভর্তি করার আগেই। সেই সময় হাসপাতালের এক কর্মী জানান, চিকিত্‍সা খরচ কত পড়বে পরে তা জানানো হবে রোগীর আল্ট্রাসাউন্ড টেস্ট হওয়ার পর তা দেখে ।

চমনের আরও অভিযোগ, কোনো আল্ট্রাসাউন্ড টেস্ট হয়নি তার কাকা সুলতান খানের। তার আগেই ওষুধ বাবদ ৫ হাজার টাকা চায় হাসপাতাল কর্তৃপক্ষ।সেই বিল তিনি মিটিয়েও দেন। পরে ওই কর্মী জানান, দিনপ্রতি হাসপাতালের চার্জ পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই তাই ছেড়ে দেওয়ার কথা বলি কাকাকে।

যখন ৫ হাজার টাকা মিটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছি। তখন আর এক কর্মী বলেন, আরও চার হাজার টাকা পে করতে হবে আমাদের। বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হতেই চমন কর্মীদের কাছে অনুরোধ করেন তাঁদের যাতে যেতে দেওয়া হয়। অভিযোগ, সেই অনুরোধ ফুত্‍কারে উড়িয়ে রোগীকে মারধর শুরু করে হসপিটালের কর্মীরাই। এদিকে ড্যামেজ কন্ট্রোল করতে নেমে হাসপাতালের চিকিত্‍সক দানিশ আলি বলেন, রোগীর পরিবার কর্মীদের চার হাজার টাকা পে করেনি। টাকা চাওয়ায় কর্মীদের উপরে হামলা চালায় তারাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *