মানুষের কাছে গিয়ে সমস্যা না বুঝলে মানুষ আমাদের ভোট দেবে না, জানালেন কৃষান মোর্চার সম্পাদক বিকাশ ঘোষ
শিলিগুড়ি : অবশেষে গ্রেপ্তার হয়েছেন দেবাশীষ প্রামানিক, তোলপাড় হয়ে গেছে গোটা শিলিগুড়ি এরই মধ্যে কড়া বার্তা দিলেন দার্জিলিং জেলা কৃষান মোর্চার সম্পাদক বিকাশ ঘোষ। তিনি জানালেন সারা শিলিগুড়িতে আমরা একেবারেই ভোট পেলাম না ভাবা যায় না, গোটা বাংলায় তৃণমূল অথচ শিলিগুড়িতে আমরা নেই এটাই ভাবা যায় না, কেন ভোট পাব না, যেখানেই যান শুনবেন দলাদলি এবং একে অন্যের প্রতি কুৎসা ছড়ালে কি হবে, তৃণমূল এর প্রতিদদ্বী তৃণমূল ই। আমরা যদি এটা সঠিকভাবে পরিচালিত করতে না পারি তবে জীবনেও জিততে পারব না। সামনেই বিধানসভা ভোট যদি এগিয়ে যেতে হয় সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কিভাবে জীততে হয় আমরা সবাই জানি। আমাদের জেলা সভাপতি (পাপিয়া ঘোষ ) এইবারের নির্বাচনে প্রচণ্ডভাবে দলের জন্য পরিশ্রম করে গেছেন এটা দুর্ভাগ্য জনক যে আমরা হেরে গেলাম।
বিকাশ ঘোষ আরো জানালেন আমাদের কর্মীরা আমাদের সম্পদ তাই তাদের গুরুত্ব দিতে হবে সবার আগে আমাদের । তবেই আমরা জয়ী হব। বিকাশ ঘোষ আরো জানালেন আমাদের মুখ্যমন্ত্রী এত কিছু করলেন আমাদের জন্য, তবুও হেরে গেলাম আমরা। উনি ওনার দায়িত্ব পালন করলেন আমরা পারলাম না। আমাদের সবাইকে সতর্ক এবং সজাগ হয়ে মানুষের পাশে থেকে কাজ করতে হবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন। তাই সবকিছু ভুলে ঝাপিয়ে পড়তে হবে নির্বাচনে জয়ী হবার জন্য। বিকাশ ঘোষ আরো জানালেন তোলাবাজ এবং মাফিয়াদের এই দলের বাইরে রাখতে হবে। তবেই আগামী বিধান সভাতে দল ভালো ফলাফল করবে। বিকাশ ঘোষ আরো জানান আমি একটা দায়িত্ব নিয়েছি এবং সেই দায়িত্ব পালন করতে চেষ্টা করি মাত্র। সবাইকে নিয়ে চলতে হবে, একা চলার দল তৃণমূল কংগ্রেস নয়, এমনি এমনি মানুষ আমাদের ভোট দেবে না। মানুষের কাছে যেতে হবে তবেই শিলিগুড়ি একদিন আমাদের হবে বলে জানালেন বিকাশ ঘোষ।