প্রচণ্ড বর্ষায়ও বিশ্রাম নেই, রোগি দেখে চলেছেন ডাক্তার বাবু

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ডা শীর্ষেন্দু পাল, ডাক্তার বাবু এই বর্ষায় ছুটে চলেছেন মানুষের কাছে, জানালেন সেবাই আমার ধর্ম এবং সেবাই আমার কর্ম। আমি নিজে বিশ্বাস করি মানুষের পাশে থাকতে হলে মানুষের কষ্ট এবং যন্ত্রনা বুঝতে হয়। একের পর এক ক্যাম্প করে চলেছেন ডাক্তার শীর্ষেন্দু পাল। জানালেন আমার কাছে এটা একেবারে সাধারন ঘটনা। আমি ভালোবাসি মানুষের কাজে নিযুক্ত হয়ে থাকতে। সারা বছর ধরে আমি এই ধরনের কাজ করেই থাকি, এটা আমার কাছে এমন কোন ঘটনা নয়,কারন মানুষ যদি মানুষের কাছে এবং পাশে থাকে সেটাই তো আসল ঘটনা। ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছেন তাই হয়ত আমি কাজ করতে পারছি। ফ্রি মেডিক্যাল চেক আপ ছাড়াও প্রেসার এবং সুগার মাপা হয় আমার ক্যাম্পে।

তিনি আরো বলেন আমি নিজে আমাকে নিয়ে কখনোই গর্ব বোধ করি না, এত মানুষ আছেন আমার পাশে সেটাই আমার কাছে গর্ব করবার মতন ঘটনা। আমি শিলিগুড়ি ছাড়াও শিলিগুড়ির বাইরেও এই ধরনের ক্যাম্প করে আসছি। আমার এই কাজ কখনোই সফল হত না যদি আমার সহযোগীরা আমার সাথে থাকত। তাদের সহযোগীতায় আমি আজকে এতখানি আসতে পেরেছি বলে জানান ডাক্তার শীর্ষেন্দু পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *