ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়িতে বাড়িতে প্রচারে বোরো চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায়
শিলিগুড়ি : ডেঙ্গু নিয়ে বাড়িতে বাড়িতে প্রচারে এক নম্বর বোরো চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায়। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের সাথে দেখা করে ডেঙ্গু নিয়ে সাবধানতার কথা জানান। গার্গী চট্টোপাধ্যায় বলেন প্রতিবছর এই সময় ডেঙ্গু নিয়ে মানুষের চিন্তা বেড়েই যায়। ডেঙ্গু আমাদের কাছে এবং শিলিগুড়ির মানুষের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের যেভাবে হোক ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য আমাদের জমা জল চমকে যাওয়া চলবে না এবং কোনভাবেই আবর্জনা রাখা যাবে না। তিনি জানান শিলিগুড়িতে বরাবরই ডেঙ্গুর একটা আলাদা প্রকোপ থাকেই শিলিগুড়িকে ডেঙ্গু থেকে তা করতে গেলে আমাদের পদক্ষেপ নিতে হবে। এদিন ১ নম্বর ব্লক চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে যান, এবং তাদের সাথে ঘন্টা দুয়েক কথা বলেন। আরো জানান শিলিগুড়ির এক নম্বর বড় অফিস থেকে মশা মারার জন্য আমার তো ধরনের জীবাণু নাশক জিনিস দাওয়া হচ্ছে।