ডেঙ্গু নিয়ে বিশেষভাবে সতর্ক শিলিগুড়ি, পদক্ষেপ নিতে চলেছেন মেয়র
শিলিগুড়ি : ডেঙ্গুকে নিয়ে সতর্ক শিলিগুড়ি, মেয়র জানান প্রতি বছর এই সময় ডেঙ্গুর প্রবণতা দেখা দেয়। তাই আমাদের উচিত এবার আগের থেকেই সতর্ক হওয়া। শিলিগুড়ি ৪৭ টা ওয়ার্ডে আমি কাউন্সিলরদের জানিয়েছি তারা যেন ওয়ার্ডের জমা জলের বিষয়টি দেখেন। কারণ জমা জল থেকে ডেঙ্গুর প্রবণতা বেড়ে যায়। ডেঙ্গু বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে ভয়ানক ক্ষতিকারক। এবং তাদের সহ্য করার ক্ষমতা বড়দের মতো থাকেনা। ডেঙ্গুর মশা দিনের বেলায় কামড়ায়। তাই বাড়ি এবং বাড়ির আশেপাশের কোন জায়গায় জমা জল যাতে না থাকে সেটা দেখবার জন্য অনুরোধ করছি ওয়ার্ডের বাসিন্দাদের। শিলিগুড়ি এবং তার আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে প্রতিবছরের মতো এই বছরও ডেঙ্গুর একটা প্রভাব দেখা দিয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ব্যাপারটি দেখবো বলে ।
মেয়র আরো জানান সতর্ক থাকা আমাদের দায়িত্ব, এবং আমি চাই আপনারা(নাগরিকরা)সতর্ক থাকুন। সাথে সাথে শিলিগুড়িতেও কিছু কিছু কাজের ক্ষেত্রে অবহেলা করছেন সাধারণ মানুষ যে কারণে তারা ডেঙ্গুর মতো বড় বড় রোগ ডেকে আনছেন। তাই রোগ হওয়ার আগেই আমাদের সতর্ক থাকতে হবে। মশার কামড় থেকে আমাদের বাঁচতে হবে। তবেই লড়াই চালাতে পারব আমরা। ডেঙ্গু নিয়ে একটা আশঙ্কা চলে এসেছে সাধারণ মানুষের মধ্যে। চিন্তাভাবনা আমাদেরই দূর করতে হবে।