এবার কয়লা পাচার কাণ্ডে দুর্গাপুরের ব্যবসায়ী সিবিআই স্ক্যানারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ একের পর এক নাম উঠে আসছে কয়লাকাণ্ডে। এই ঘটনায় সিবিআই হানা দিচ্ছে এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায়। জানা গেছে , সিবিআই স্ক্যানারে এবার উঠে এসেছে জয়শ্রী গ্রপ নামে এক সংস্থার কর্ণধার অনুপ আগারওয়াল ওরফে সনু আগারওয়াল এর নাম । সিবিআই সূত্রে খবর, এই অনুপের সঙ্গে কয়লাকাণ্ডের মাথা অনুপ মাজি ওরফে লালার সম্পর্ক ছিল। সোনু তাঁর জয়শ্রী স্টিল প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের জন্য প্রচুর পরিমাণে কয়লা কিনতেন এই লালার কাছ থেকেই।

এতে এমনকি লালার চড়া মুনাফা থাকত। আজ মঙ্গলবার সিবিআই অনুপ আগরওয়ালের দু’টি বাড়িতে অভিযান চালায়। একটি কলকাতার শেক্সপিয়র সরণিতে, অন্যটি বরাকরের কুলটিতে। একইসঙ্গে সিবিআই পৌঁছয় দুর্গাপুরে সোনুর অফিসেও। লালার কার্যকলাপের গতিবিধিতে নজরদারি করতে গিয়েই তদন্তকারীদের হাতে উঠে আসে সোনুর নাম। সিবিআই খোঁজ করছিল, যে বিপুল পরিমাণ কয়লা লালা তুলতেন, তা কে বা কারা কিনতেন। সোনুর নাম উঠে আসে সে সূত্রেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *