ফের চরম ব্যর্থ বুথ ফেরত সমীক্ষা, হরিয়ানায় হ্যাটট্রিক BJP-র, কাশ্মীরে জিততে চলেছে ‘ইন্ডিয়া’ জোট
বেস্ট কলকাতা নিউজ : ফের ব্যর্থ বুথ ফেরত সমীক্ষা। হরিয়ানায় হ্যাটট্রিকের পথে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল এবারের ভোটে আরামদায়ক জয় পেতে চলেছে কংগ্রেস। ভোট গণনা শুরু হওয়ার পর, প্রাথমিক প্রবণতাও সেই দিকেই ইঙ্গিত করছিল। কিন্তু, হঠাৎ করেই বদলে গিয়েছে পরিস্থিতি। বেলা যত গড়িয়েছে, ততই ফলাফল ঢলে পড়েছে বিজেপির দিকে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে বিজেপিকে পিছনে ফেলেছে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও সিপিআইএম-এর জোট। বুথ ফেরত সমীক্ষায়, জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু ফল হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা, তাতে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোটই।
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় এখনও পর্যন্ত বিজেপি জিতেছে বা এগিয়ে রয়েছে ৫০ আসনে। আর কংগ্রেস জিতেছে বা এগিয়ে ৩৪ আসনে। হরিয়ানায় সাধারণত, বড় ভূমিকা থাকে লোকদল বা জেজেপি-র মতো আঞ্চলিক দলগুলির। কিন্তু, এবার তারাও প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। লোকদল এগিয়ে রয়েছে ২ আসনে। জেজেপি এখনও খাতা খুলতে পারেনি। মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জানিয়ে দিয়েছেন, তৃতীয়বারের মতো সরকার গঠন করবে বিজেপিই। তবে, ভুপিন্দর সিং হুডা এবং কুমারী সেলজার মতো বিশিষ্ট কংগ্রেস নেতারা একনও আশায় আছেন, হাত শিবির ৬০টিরও বেশি আসন জিতবে এবং সরকার গঠন করবে।
উল্লেখ্য ,২০১৯ সালের সর্বশেষ নির্বাচনে, বিজেপি জিতেছিল ৪০টি আসন। কংগ্রেস জিতেছিল ৩১টি আসন। জননায়ক জনতা পার্টি বা জেজেপি জিতেছিল ১০টি আসন। জেজেপির সমর্থনে সরকার গঠন করেছিল বিজেপি। জেজেপি নেতা, দুষ্মন্ত চৌটালা হয়েছিলেন উপমুখ্যমন্ত্রী। সম্প্রতি, নায়েব সিং সায়নী মুখ্যমন্ত্রী হওয়ার পর, এই জোট ভেঙে গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের প্রবণতা বলছে, সরকার গঠন করতে চলেছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও সিপিআইএম-এর জোট। ২০১৯ সালের অগস্টে ৩৭০ ধারা বাতিলের পর, এই প্রথম নির্বাচন হচ্ছে জম্মু-কাশ্মীরে। এখনও পর্যন্ত ৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৫২ আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ২৬ আসনে। পিডিপি এগিয়ে মাত্র ৪ আসনে। অন্যান্যরা এগিয়ে ৮ আসনে।