আরজি কর কাণ্ড, আজ সুপ্রিম কোর্টে হতে চলেছে শুনানি
বেস্ট কলকাতা নিউজ : ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের ১০ দিন পার। আজ, সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে আরজি কর কাণ্ডের শুনানি। সিবিআই তদন্ত কোন পথে, কী স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই? নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, জানাতে পারে রাজ্য সরকার। আবার আজই কলকাতায় জোড়া কার্নিভ্যাল। একদিকে রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যাল, অন্যদিকে, রানি রাসমণি অ্যাভিনিউয়ে চিকিৎসকদের ডাকে দ্রোহের কার্নিভ্যাল। সবমিলিয়ে এদিন দুপুরে সুপ্রিম কোর্টে শুনানির দিকে নজর থাকবে সবার।
প্রথমত, মঙ্গলবার সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে সুপ্রিম কোর্টে। এর আগে পঞ্চম শুনানিতে তদন্ত প্রক্রিয়া কত দূর এগোল তা সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় এজেন্সির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট জানতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফলে তদন্ত কতদূর এগোল মঙ্গলবার তা রিপোর্ট দিতে পারে সিবিআই।
দ্বিতীয়ত, জুনিয়র ডাক্তাররা ঠিক মতো সব পরিষেবায় কাজ করছেন কি না, সেই নিয়েও প্রশ্ন তুলতে পারে সুপ্রিম কোর্ট। গত শুনানিতেও এই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। সেদিন রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। ওপিডি বা অন্যান্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না তাঁরা। তাতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং পাল্টা বলেন, প্রয়োজনীয় পরিষেবা দিচ্ছেন তাঁর মক্কেলরা। তাতে প্রধান বিচারপতি জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে, তাহলে কি সব ডিউটি করছেন না তাঁরা? সেদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, শুধু জরুরি নয়, হাসপাতালের সব পরিষেবা দিতে হবে জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবারের শুনানিতে সেই নিয়েও প্রশ্ন তুলতে পারে সুপ্রিম কোর্ট।
তৃতীয়ত, রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির নিরাপত্তা এবং পরিকাঠামো সংক্রান্ত কাজ কতদূর এগোল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে এদিনের শুনানিতে। গত শুনানিতেও সিসি ক্যামেরা বসানো, আলাদা রেস্ট রুম, শৌচাগার নির্মাণ, পর্যাপ্ত আলো বসানোর কাজ কতদূর অগ্রগতি তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এ নিয়ে রাজ্যের কাছ থেকে জবাব পাওয়ার পর সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং পরিকাঠামো সংক্রান্ত কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। জানিয়ে দেয়, ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে রাজ্য প্রশাসনকে। সেগুলির কী অগ্রগতি তা জানতে চাইবে সুপ্রিম কোর্ট।