দিন দুপুরে চুরি, তীব্র ক্ষোভ এলাকার সাধারণ মানুষের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সুভাষপল্লীর রাজু দে এবং সীমা দে দুজনেই চাকরিজীবী। বাড়িতে আছে বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি সঞ্জয় দে এবং কল্পনা দে, দুপুরে তাদের বাড়ি থেকে যখন চুরি হয়ে গেল কেউ ছিলনা বাড়িতে। পড়শিরাও বুঝতে পারেননি, ভেবেছিল হয়তো চেনা পরিচিত অথবা আত্মীয়-স্বজন হবে। তাই অত খেয়াল করেননি তারা । কিন্তু বিকালে সবাই যখন বাড়ি আসলেন এসে দেখলেন দরজা খোলা, আলমারি ফাঁকা এবং উধাও টাকা পয়সা এবং সোনা গয়না।

এদিকে বাড়ির গৃহবধূ সীমা জানালেন বাড়িতে বিয়ে তাই কেনাকাটা করতে গিয়েছিলাম, আমার একমাত্র বড় ননদের বিয়ে। তাই দরকারি জিনিস কিনতে বাজারে গিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা। ভাগ্যিস এখনো টাকা-পয়সা তোলা হয়নি, না হলে তো রাস্তায় বসতে হতো। কিভাবে বিয়ে হত , বিয়ের ও আর বেশি দেরি নেই, এক মাসের কিছু বেশি। তাই বাড়িতে কম লোক থাকায় একটু তাড়াহুড়ো হচ্ছিল। কিন্তু বুঝতে পারিনি এতটা সর্বনাশ হয়ে যাবে, এসে তারা স্থানীয় লোকেদের এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে, জানা গেছে দুপুর বেলা চার-পাঁচজন লোক একসাথে বাড়িতে ঢুকেছিল। ওরা প্রথমে বুঝতে পারেননি, পরে গাড়ি শব্দ চলে আসায়, শালা বুঝতে পারেন অবস্থা ভালো না। তখনই তারা ফোন করে বাড়ির গৃহকর্তাকে জানান সব। তড়িঘড়ি করে ছুটে এসে তারা দেখেন মোটামুটি ঘর ফাঁকা। চোরেরা চুরি করে উধাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *