মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টা নিযুক্ত করলেন বাম আমলের মন্ত্রী আবদুস সাত্তারকে, ‘তৃণমূল-মার্কসিস্ট কম্বো’ তোপ শুভেন্দুর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রথমে সিপিএম, তার পর কংগ্রেস, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গুরুত্বপূর্ণ দফতরের উপদেষ্টা। প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তারকে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের মুখ্য উপদেষ্টা করা হয়েছে। আর এই খবরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সরাসরি তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল-সিপিএম আঁতাতের অভিযোগ তুলেছেন তিনি।

বাম জমানায় এই সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন আবদুস সাত্তার। পরে ২০১১ সালে পালাবদলের সময় ভোটে হেরে যান তিনি। তার কয়েক বছর পর কংগ্রেসে যোগদান করেন সাত্তার। তার পরে বেশ কয়েক বছর সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, অধ্যাপক আবদুস সাত্তারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংখ্যালঘু বিষয়ক-মাদ্রাসা শিক্ষা দফতরের মুখ্য উপদেষ্টা করা হয়েছে। সূত্রের খবর, তারপর তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন।

নিজের এক্স হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে তিনি লেখেন, “ফিশ ফ্রাই পলিটিক্স” এর মতো গন্ধ। সনাতনি ভোট বিভক্ত করার জন্য এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ১২টি সংসদীয় আসনে বিজয়ী হতে সাহায্য করার জন্য এবং ইচ্ছাকৃতভাবে ভুল নির্দেশ করে আরজি কর মামলায় স্বতঃস্ফূর্ত জন আন্দোলনকে লাইনচ্যুত করে রাজ্য সরকারকে দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় ডা. আবদুস সাত্তারকে নিয়োগ দিয়ে তার গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটমিত্রে ভূষিত করেছেন; বামফ্রন্ট সরকারের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন, কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তাঁর নতুন প্রধান উপদেষ্টা। TMC – তৃণমূল মার্ক্সবাদী কম্বো’

উল্ল্রেখ্য , আবদুস সাত্তার রাজ্যের মন্ত্রীর সম মর্যাদাসম্পন্ন পদ পেলেন। তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভার সদস্য ছিলেন। বাম আমলে আমডাঙা থেকে জিতেছিলেন। পরে ২০১৮ সালে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে। ২০২১ সালের বিধানসভা ভোটেও লড়েছিলেন। বাদুড়িয়া থেকে প্রার্থী হয়েও জিততে পারেননি সাত্তার। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতিও হন। সেই পদ থেকে পদত্যাগ করেন আবদুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *