রিমোট কন্ট্রোলের সাহায্যে শিলিগুড়িতে জল প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দার্জিলিং থেকে রিমোটের মাধ্যমে শিলিগুড়িতে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে অন্যান্য বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জ্ঞাপন করে দার্জিলিং এবং গোটা উত্তরবঙ্গের মানুষকে জানালেন তিনি এতদিন এসেছেন এখনো আসছেন আবারো আসবেন। উত্তরবঙ্গের জন্য আরও বেশ কিছু চমক অপেক্ষা করছে। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মুখ্যমন্ত্রী উদ্বোধন প্রত্যক্ষ ভাবে দেখেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব এবং অন্যান্যরা। এই প্রকল্পের উদ্বোধন হতে শিলিগুড়ি মানুষের অনেক অনেক সুবিধা হবে, বলে জানালেন মেয়র গৌতম দেব।

এদিকে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন মুখ্যমন্ত্রী সম্পর্কে নতুন করে কি বলব, উনি মানুষের জন্য এত ভাবেন এত চিন্তা করেন তাই তো মানুষ তাকে ভোট দিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী মাটিতেই থাকতে ভালোবাসেন, তাইতো সাধারণ মানুষের জন্য তার এত চিন্তা জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। শিলিগুড়ি বাগানের পার্ক থেকে এদিন পানীয় জলের প্রকল্পের উদ্বোধন দেখতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি অগণিত মানুষ এবং অগণিত তৃণমূল সমর্থকেরা। অনেকেই বলছেন এর ফলে শিলিগুড়িতে যে পানীয় জলের সমস্যা ছিল, হয়তো তার সমাধান কিছুটা হলেও হতে পারে। শুধু হতে পারে না হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *