তখন নদীতে চলছিল লঞ্চ, হগলী নদীতে হঠাৎ করে ঝাঁপ দিল এক যুবক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রোজের মতোই মানুষজনের আনাগোনা লেগেছিল লঞ্চ ঘাটে। প্রত্যেকেই নদী পেরিয়ে নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তবে সোমবারের বিকালটা ছিল অন্যরকম। লঞ্চ যেমন ছাড়ার ঠিক সময় মতো ছেড়েছিল। ভিতরের যাত্রীরা কেউ ব্যস্ত ছিলেন ফোনে। কেউ বা কথা বলছিলেন একে অন্যের সঙ্গে। সেই সময় বিপত্তি। আচমকা নদীতে ঝাঁপ দিলেন এক যুবক।

জানা গিয়েছে, সোমবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ফেরি লঞ্চ থেকে ওই যুবক ঝাঁপ দেন। লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বছর তিরিশের ওই যুবক হুগলী নদীতে ঝাঁপ দেন। হইহই পড়ে যায় লঞ্চজুড়ে। কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডায়মন্ড হারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা হুগলী নদীতে তল্লাশি চালায় । যুবকের কোনও পরিচয় জানা যায়নি।

এদিকে ডায়মন্ড হারবারের ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, “প্রতিদিন যেমন ফেরী সার্ভিস হয় তেমন ফেরী সার্ভিস হচ্ছিল। পৌনে পাঁচটার লঞ্চ ছাড়ে। বাকি যাত্রীদের থেকে শুনেছি যে ও একটু অস্বাভাবিক আচরণ করছিল। ও প্রথমে ভিতরে ছিল। একবার হাত বাইরে বের করেছিল। পরে আচমকা নদীতে ঝাঁপ দিয়ে দেয় অসতর্কভাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *