ঠাকুরনগরের মতুয়া মেলা একরকমের অনিশ্চিত করোনা আতঙ্কের জেরে
বেস্ট কলকাতা নিউজ : ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম একটি গুরুত্বপূর্ণ তীর্থ ক্ষেত্র মতুয়া সম্প্রদায়ে ভুক্ত সকল মানুষের কাছে৷ উত্তর ২৪ পরগনায় ঠাকুরনগরে মতুয়া মেলার হওয়ার কথা আগামী ২১ মার্চ৷ কিন্তু ওই দিনে মেলা একরকমের অনিশ্চিত হয়ে পড়েছে করোনা আতঙ্কের জেরে৷ রাজ্য সরকার উদ্যোক্তাদের কাছে মতুয়া মেলা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে বলেও সূত্রের খবর পাওয়া গেছে৷
অন্যদিকে ঠাকুর পরিবারের সদস্য তথা সাংসদ শান্তনু ঠাকুর এ কথা জানায় ,আমরা কেউ নই মতুয়া মেলা করার৷ এই মেলার আয়োজক মতুয়া ভক্তরাই৷ আমরা কোনও ভক্তকে আসতে বারণ করতে পারি না ঠাকুরবাড়িতে৷ তবে মতুয়া ভক্তদের বিশ্বাস রয়েছে এই মেলার পবিত্রতা নিয়ে৷ তাই সব সিদ্ধান্ত ভক্তরাই নেবেন৷ সারা বছর তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই মেলার জন্যই৷
সূত্রের পাওয়া খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে মতুয়া মেলা কমিটির কাছে ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে, ২১ মার্চ পুজো করা হোক নির্ধারিত সূচি মেনেই৷ কিন্তু পিছিয়ে দেওয়া হোক মেলার দিনক্ষণ৷ মেলা কমিটিও হয়ত মান্যতা দিত রাজ্য সরকারের প্রস্তাবকেই ৷ কিন্তু ফের নতুন করে বিতর্ক দেখা দিয়েছে ঠাকুর পরিবারের সদস্য তথা সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্যে৷