অভিনব কায়দায় ফোন KYC-র নাম করে!‌ পূর্ব রেলের অবসরপ্রাপ্ত আধিকারিক খোয়ালেন আড়াই লক্ষ টাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের এক ব্যক্তি শিকার হল অনলাইন প্রতারণার ঘটনার। জানা গেছে প্রতারকরা তার অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা তুলে নেয় কেওয়াইসির আপডেট করার নাম করে। পূর্ব রেলের ওই অবসরপ্রাপ্ত আধিকারিক সুশান্ত দে-‌র আরও অভিযোগ, একটি মোবাইল সংস্থার নাম করে ফোন করে তাঁকে বলা হয়, কেওয়াইসি সংক্রান্ত তথ্য আপডেট না করলে আর রিচার্জ করা যাবে না প্রিপেড মোবাইলে। তার কেওয়াইসি আপডেট করার জন্যও এমনকি তাঁকে ডাউনলোড করতে বলা হয় একটি বিশেষ অ্যাপও। তারপর অনলাইনে রিচার্জ করতে বলা হয় ডেবিট কার্ডের মাধ্যমে।

তারপরই ওই ব্যক্তি ওই অ্যাপে ডেবিট কার্ডের তথ্য দিলে তিনি দেখেন, ক্রমাগত আসতে শুরু করেছে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার এসএমএস। কয়েক মিনিটের মধ্যে মোট পাঁচ বার মোট ২ লক্ষ ৪৮ হাজার ৮৮৯ টাকা তুলে নেওয়া হয় তাঁর দুই অ্যাকাউন্ট থেকেই। গোটা ঘটনায় ওই ব্যক্তি অভিযোগ জানিয়েছেন বরাহনগর থানা এবং লালবাজারে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *