শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুভ উদ্বোধন হল ৫ম বেঙ্গল স্টেট তায়কন-ডো চ্যাম্পিয়নশিপ-২০২৪ -এর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : তায়কন-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আই আই টি এফ -র উদ্যোগে ৫ম বেঙ্গল স্টেট তায়কন-ডো চ্যাম্পিয়নশিপ-২০২৪ -এর শুভ উদ্বোধন হল ইন্ডোর স্টেডিয়াম শিলিগুড়ি তে। এদিন এর উদ্বোধন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। ডেপুটি মেয়র এদিন জানান শিলিগুড়িতে খেলাধুলার ক্রমশ উন্নতি হচ্ছে অনেকদিন ধরেই। শিলিগুড়ি থেকে বহু কৃতি খেলোয়াড় রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশে বহু প্রতিভাবান আছেন যারা পর্যাপ্ত পরিকল্পনার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবার দায়িত্ব যাতে প্রতিভার কোনরকম বিচ্যুতি না ঘটে। শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশে বহু ফুটবল এবং ক্রিকেট কোচিং সেন্টার হয়েছে, যেখান থেকে বহু প্রতিভাবান খেলোয়ার ক্রমশ উঠে আসছে। ব্যক্তিগতভাবে আমি নিজে খেলাধুলা পছন্দ করি । অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই বলেও এদিন জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *