পৃথক হিন্দুদেশ গঠন করা হোক বাংলাদেশকে দু’ভাগ করে , এমনি দাবি তুললেন এই প্রাক্তন ভারতীয় সেনা কর্তা
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশে ক্রমাগত অত্যাচারিত হিন্দুরা। সংখ্যালঘুদের উপরে হামলা, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ছবি প্রতিনিয়ত সামনে আসছে। এই পরিস্থিতি নিয়ে চিন্তায় ভারত সরকার। এর মাঝেই উঠল পৃথক দেশ গড়ার ডাক। বাংলাদেশি হিন্দুদের জন্য ‘হিন্দুদেশ’ তৈরির দাবি। এই দাবি আর কেউ নন, করলেন প্রাক্তন সেনা কর্তা জেনারেল জিডি বক্সি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি এই দাবি জানান।
ওপার বাংলার অবস্থা দেখে গর্জে উঠেছে এপার বাংলার হিন্দুরাও। প্রতিদিন এমন নির্মম অত্যাচারের যে অভিযোগ সামনে আসছে, তা দেখে আর চুপ থাকতে পারছে না কেউ। এবার মুখ খুললেন রিটায়ার্ড জেনারেল জিডি বক্সিও। তিনি বাংলাদেশি হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবি জানালেন।
এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, “মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশ উগ্র জিহাদি দেশে পরিণত হয়েছে। গণহত্যা করে ওরা সংখ্যালঘু হিন্দুদের তাড়াতে চাইছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে। ১৯৭১ সালে ৩৮০০-রও বেশি ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার জওয়ান প্রাণ দিয়েছিলেন খুনি পাক সেনার হাত থেকে এই দেশকে স্বাধীনতা দিতে আত্মবলিদান দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে…যদি ওরা হিন্দু সংখ্যালঘুদের এভাবেই শেষ করতে চায়, তবে এটাই সম্ভাব্য উপায়” পোস্টের নীচেই তিনি বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অংশ ভাগ করা এবং তা হিন্দুদেশ হিসাবে উল্লেখ করা। মূলত রংপুর, দিনাজপুর নিয়েই আলাদা দেশ তৈরির দাবি জানানো হয়েছে।