অবশেষে ৬ নতুন অতিথি এলো পদ্মযা নাইডু জিওলজিক্যাল পার্কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : অবশেষে দার্জিলিং এর পদ্ম জা জিওলজিক্যাল পার্কে এল ছয় নতুন অতিথি। দার্জিলিং এর এই ছয় অতিথিকে নিয়ে সারা পড়ে গিয়েছে। চিতাবাঘ এবং পাখি ছাড়াও এসেছে সারস। এমনিতেই দার্জিলিং এর এই পদ্ম যা নাইডু জিওলজিক্যাল পার্ক বিখ্যাত হয়ে আছে , বিভিন্ন ঘটনার জন্য। দেশ এবং বিদেশ থেকে বহু পর্যটক এই পদ্ম যা নাইট জিওলজিক্যাল পার্কে আসেন। এদের মধ্যে তিনজন চিত্র পরিচালক এই পার্কে নতুন শুটিং করবেন বলে জানতে পাওয়া গেছে। এরই মধ্যে এই ছয় নতুন অতিথিকে নিয়ে হইচই পড়ে গেছে স্থানীয় বাসিন্দা এবং পার্কের কর্মীদের মধ্যে। সামনেই বড়দিন এবং এরপরে পয়লা জানুয়ারি নতুন বছর শুরু হচ্ছে,

প্রতিবছরে এই সময়ে পাহাড়ের উপচে পড়ে পর্যটকদের ভিড়, এবারে সেটা রেকর্ড ছাড়াবে বলে মনে করছেন সবাই। তাই নতুন অতিথিদের আগমনে সেজে উঠেছে এই চিড়িয়াখানা। চারিদিকে নতুন করে লাইট লাগানো হচ্ছে , এবং মিউজিক সিস্টেম শুরু করা হয়েছে। আর অপেক্ষা শুধু উদ্বোধনের, উদ্বোধনের পরই সব টা খুলে দেওয়া হবে স্থানীয় দর্শনার্থী এবং বাইরের পর্যটকদের জন্য। এই পার্কে ঘিরে এসেছে বিদেশিদের মধ্যেও বহু বিদেশী পর্যটক এই পার্ককে নিয়ে গল্প লিখতে চাইছেন। সব মিলিয়ে মনে করা হচ্ছে এবারে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবে এই পার্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *